প্রশ্ন
আমার একজন দুধবোন আছে। সে ছোটকালে আমার মায়ের দুধ পান করেছে। সে তো আমার মাহরাম। কিন্তু তার বোন কি আমার মাহরাম হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুধবোন আপনার মাহরাম। কারণ হাদিস শরিফে এসেছে, দুধ পানের দ্বারা ঐ সব সম্পর্ক হারাম হয়ে যায়,যা বংশের কারণে হারাম হয়। [সহিহ মুসলিম ১/৪৬৬]
তবে এর মাধ্যমে কেবল আপনার দুধ বোনই মাহরাম হবে। আপনার দুধ বোনের বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেনি তাই তার বোন আপনার মাহরাম হবে না।
আলমাবসূত,সারাখসী ৪/১৯৯, ৫/১৩৭;আদ্দুররুল মুখতার ৩/২১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم