প্রশ্ন
এক ব্যক্তি তার স্ত্রীকে রাগ করে বলে তুমি যদি কখনো অমুকের বাড়িতে যাও তাহলে তুমি তালাক। এরপর থেকে স্ত্রী আর ঐ বাড়িতে যায় নি। কিন্তু স্বামী এখন তালাকের শর্তটি রহিত করতে চাচ্ছে। এর কোন সুযোগ আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাকের শর্ত একবার করে ফেললে তা আর বাতিল করা যায় না। তাই স্ত্রী যদি ঐ বাড়িতে যায় তাহলে তার উপর এক তালাকে রজয়ি পতিত হয়ে যাবে। এরপর স্বামী তাকে শুধু দুই তালাক দিতে পারবে। তবে এক তালাক পতিত হওয়ার পর স্ত্রী যদি পরবর্তীতে ঐ বাড়িতে যায় তাহলে আর কোন তালাক পতিত হবে না।
ফাতাওয়া তাতারখানিয়া ৫/৫৪;আদ্দুররুল মুখতার ৩/৩৫৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم