প্রশ্ন
আমাকে আমার চাচা এক খণ্ড জমি হেবা করেছেন মৌখিকভাবে। কিন্তু সেটার কাগজপত্র করার আগেই তিনি মারা যান। এখন তার ছেলেরা আমাকে তা দিতে চাইছে না। শরিয়তের দৃষ্টিতে আমি কি ঐ জমিটার মারিক হব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিয়ার ক্ষেত্রে ইসলামের নীতি হল, হাদিয়ার বস্তু হস্তগত হওয়ার পূর্বে তার মধ্যে মালিকানা সাব্যস্ত হয় না। যেহেতু আপনার চাচা আপনাকে ঐ জমিটার কাগজপত্র করে দিয়ে যায় নি সেহেতু আপনি তার পরিপূর্ণ মালিক হননি। তাই আপনার চাচার দেওয়া জমিটা তার ওয়ারিশদের সম্মতি ছাড়া আপনি লাভ করবেন না।
আদ্দুররুল মুখতার ৫/৬৯০; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم