প্রশ্ন
এক ব্যক্তির উপর হজ্ব ফরজ হওয়ার পরও তিনি হজ্ব করেননি। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখনো কি তার উপর হজ্ব ফরজ রয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্ব ইসলামের গুরুত্বপূর্ণ রোকন। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
‘যে বাইতুল্লাহ পর্যন্ত যেতে সক্ষম তার উপর হজ্ব করা ফরজ।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
যদি কোনো ব্যক্তির উপর হজ্ব ফরজ হওয়ার পর সে অসুস্থ হয়ে যায় তাহলে এ অবস্থায়ও তার উপর হজ্ব ফরজ থাকে।
যদি সে এত বেশি অসুস্থ হয়ে যায় যে, নিজে যেতে অক্ষম হয়ে পড়ে তাহলে অন্যকে দিয়ে বদলি হজ্ব করাবে।
আলমুহীতুল বুরহানী ২/৪১৭; আলফাতাওয়াল হিন্দিয়্যা ১/২১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم