প্রশ্ন
আমি যদি কাউকে রক্ত দেই তাহলে কি তার সাথে হুরমত সাব্যস্থ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রক্ত দেওয়ার মাধ্যমে হুরমত সাব্যস্থ হয় না। বরং হুরমত শুধুমাত্র সাব্যস্থ দু’টি কারণে। একটি হল জন্মসূত্রে। আর অপরটি হল দুধপানসূত্রে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إن الرضاعة تحرم ما يحرم من الولادة
‘জন্মসূত্র যা হারাম করে দুধপানও তাকে হারাম করে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৪৪৪]
কাজেই আপনি যদি কাউকে রক্ত দেন তাহলেও তার সাথে আপনার হুরমত সাব্যস্থ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم