প্রশ্ন
আমার এক বন্ধু তার ডিভোর্সী প্রেমিকাকে বিয়ে করেছে। ঐ মেয়ে তার স্বামীর সাথে দুই বছর সংসার করেছে। ডিভোর্স দেওয়ার এক সপ্তাহের মাথায় তারা বিবাহ করেছে। এই বিবাহ কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ডিভোর্সের পর ইদ্দত পালন করতে হয়। আর ইদ্দত অবস্থায় বিয়ে করা সহিহ নয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ
আর আল্লাহর নির্দেশ (ইদ্দত) তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না। [সূরা বাকারা, আয়াত: ২৩৫]
তাই তাদের বিবাহ সহিহ হয়নি। তাদের কর্তব্য হল, দ্রুত পৃথক হয়ে যাওয়া। অতঃপর ইদ্দত শেষ হলে নতুন করে মোহর নির্ধারণ করে বিবাহ করা।
ফাতাওয়া হিন্দিয়া ১/৩৩০; আলবাহরুর রায়েক ৩/১৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم