প্রশ্ন
আমি কুরআন খতম করা শুরু করেছি। এ পর্যন্ত ১১টি তেলাওয়াতের সেজদা পাঠ করেছি। কিন্তু এখনো সেজদা করা হয়নি। আমি জানতে চাচ্ছি, বাকিগুলো তেলাওয়াত করে কুরআন খতমের পর একসাথে ১৪টি সেজদা করব, নাকি কুরআন খতমের আগেও করা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সেজদার আয়াত তেলাওয়াত করলে সাথে সাথেই সেজদা করে নেওয়া উচিৎ। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ السَّجْدَةَ وَنَحْنُ عِنْدَهُ، فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ، فَنَزْدَحِمُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا لِجَبْهَتِهِ مَوْضِعًا يَسْجُدُ عَلَيْهِ
‘ইবনে উমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তিলাওয়াত করতেন এবং আমরা তাঁর নিকট থাকতাম, তখন তিনি সিজদা করতেন এবং আমরাও তাঁর সঙ্গে সিজদা করতাম। এতে এত ভীড় হতো যে, আমাদের মধ্যে কেউ কেউ সিজদা করার জন্য কপাল রাখার জায়গা পেত না।’ [সহিহ বুখারি, হাদিস: ১০৭৬]
কাজেই আপনার করণীয় ছিল, সেজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই উক্ত সেজদা আদায় করা।
সুতরাং আপনি যতদ্রুত সম্ভব সেজদাগুলো আদায় করবেন। কুরআন খতম করা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।
ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم