প্রশ্ন
উম্মুল মাসাকিন কার উপাধি ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যায়নাব বিনতে খুজাইমা (রা.)-এর উপাধি ছিল উম্মুল মাসাকিন। হাদিস শরিফে এসেছে,
تَزَوَّجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ بِنْتَ خُزَيْمَةَ، وَهِيَ أُمُّ الْمَسَاكِينِ، سُمِّيَتْ لِكَثْرَةِ إِطْعَامِهَا الْمَسَاكِينَ
‘রাসূল (সা.) যায়নাব বিনতে খুজাইমা (রা.)-কে বিয়ে করেছিলেন। তিনি ছিলেন উম্মুল মাসাকিন। তাকে এ নামে নাম করণের কারণ হল, তিনি মিসকিনদেরকে অধিক আহার করাতেন।’ [আল মুজামুল কাবীর, হাদিস: ১৪৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم