প্রশ্ন
এক মহিলা মাহরাম ছাড়া হজ্বে গিয়ে হজ্ব আদায় করে দেশে ফিরে এসেছে। তার হজ্ব কি আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারীদের জন্য মাহরাম ছাড়া হজ্বে যাওয়া বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, কোনো মহিলা যেন মাহরাম ছাড়া হজ্ব করতে না যায়। সুনানে দারাকুতনী ২/২২৩
তবে এতদসত্ত্বেও কোন নারী যদি মাহরাম ছাড়া হজ্ব করে ফেলে তাহলে তার হজ্ব আদায় হয়ে যাবে। এবং কৃত অন্যায়ের জন্য আল্লাহর কাছে তাওবা ও ইস্তেগফার করতে হবে।
বাদায়েউস সানায়ে ২/৩০০; হাশিয়াতুত তহতাবী আলাদদুর ১/৪৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم