প্রশ্ন
জানাযার নামাজের জন্য মসজিদ থেকে বের হলে কি ইতিকাফ ভেঙ্গে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, জানাযার নামাজের জন্য বের হলে ইতিকাফ ভেঙ্গে যাবে। হাদিস শরিফে এসেছে,
عن عائشة، أنها قالت: ” السنة على المعتكف: أن لا يعود مريضا، ولا يشهد جنازة، ولا يمس امرأة، ولا يباشرها، ولا يخرج لحاجة، إلا لما لا بد منه
‘আয়েশা (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ইতিকাফকারীর জন্য সুন্নত হলো: সে কোনো রোগী দেখতে যাবে না, জানাযায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সাথে সহবাস করবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৪৭৩]
কাজেই জানাযার নামাজের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না।
আসসুনানুল কুবরা, বাইহাকী, হাদিস ৮৫৯৪; কিতাবুল আসল ২/১৮৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم