প্রশ্ন
আমাদের গ্রামে কিছু লোককে দেখা যায়, তারা ফলদায়ক গাছকে বদনজর থেকে রক্ষার জন্য গাছে ঝাড়ু ঝুলিয়ে রাখে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কতটুকু শরিয়তসম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বদনজর থেকে রক্ষা করার ক্ষমতা ঝাড়ুর নেই। বরং যাবতীয় অনিষ্টতা ও বদনজর থেকে রক্ষাকর্তা একমাত্র আল্লাহ তাআলা। তিনি যার কল্যাণের ইচ্ছা করবেন, কেউ তা ফিরাতে পারবে না। আর ক্ষতির ইচ্ছা করলে কেউ তা রোধ করতে পারবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
‘আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ চান, তবে তাঁর অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন। আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু।’ [সূরা ইউনুস, আয়াত: ১০৭]
কাজেই গাছে ঝাড়ু ঝুলিয়ে রাখা ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কারের অন্তর্ভুক্ত। এ জাতীয় বিশ্বাস ও কাজ থেকে বেঁচে থাকা জরুরি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم