প্রশ্ন
আমার কাছে নেসাব পরিমাণ টাকা আছে। কিন্তু এখনো বছর পূর্ণ হয়নি। এখন আমার এক পরিচিত দরিদ্র ব্যক্তি আমার কাছে সাহায্য চেয়েছে। আমি কি তাকে যাকাতের টাকা অগ্রিম দিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি আপনি তাকে যাকাতের টাকা থেকে অগ্রিম দিতে পারবেন। হাদিস শরিফে এসেছে-
عن علي أن العباس سأل رسول الله صلى الله عليه و سلم في تعجيل صدقته قبل أن تحل فرخص له في ذلك
আলী (রা.) থেকে বর্ণিত, আব্বাস (রা.) রাসূল (সা.)কে বছর পূর্ণ হওয়ার পূর্বে অগ্রিম যাকাত দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি তার অনুমতি দেন। [সুনানে তিরমিযি, হাদিস: ৬৭৮]
আলমাবসূত, সারাখসী ২/১৭৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم