প্রশ্ন
কোন মসজিদ যদি শরয়ি মসজিদ না হয় তাহলে কি তাতে ইতেকাফ করলে তা আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইতেকাফ সহিহ হওয়ার জন্য শরয়ি মসজিদ হওয়া শর্ত। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ
‘তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় তাদের (স্ত্রীদের) সাথে মিলিত হয়ো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৭ ]
আল্লামা কুরতুবি (রহ.) বলেন, এই আয়াতের আলোকে সকল ইমামই বলেন যে, (পুরুষদের জন্য শরয়ি) মসজিদ ছাড়া ইতেকাফ সহিহ হবে না। তাফসীরে কুরতুবী ২/২২২;
কিতাবুল ইসআফ ফী আহকামিল আওকাফ ৭২; আলবাহরুর রায়েক ২/৩০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم