প্রশ্ন
আমার আব্বা গত কাল মারা গিয়েছেন। আমি শুনেছি, লাশকে তার এলাকা থেকে স্থানান্তর করা ঠিক নয়। এখন আমাদের তো ঢাকায় কোন জায়গা নেই। আমরা কি তাকে গ্রামে নিয়ে যেতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় লাশকে স্থানান্তর করা উচিত নয়। হাদিস শরিফে এসেছে, আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) হুবশী নামক স্থানে ইন্তেকাল করেন, তাঁকে ঐ স্থান হতে মক্কায় এনে দাফন করা হয়। আয়েশা (রা.) হজ্ব বা উমরা করতে মক্কায় গমন করলে তিনি তাঁর কবরের নিকট আসেন অতপর বলেন, আমি তোমার মৃত্যুর সময় উপস্থিত থাকলে তোমাকে সে স্থানেই দাফন করতাম যেখানে তোমার মৃত্যু হয়েছে। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১১৯৩৩]
তবে প্রয়োজন থাকলে লাশ স্থানান্তর করতে সমস্যা নেই।
আলবিদায়া ওয়াননিহায়া ৫/৫৭৪; মিরকাতুল মাফাতীহ ৪/১৬১; আলবাহরুর রায়েক ২/১৯৫, ১৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم