প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) নামাজে বেশ কিছু দোয়া পড়তেন। কিন্তু আমরা সেগুলো পড়ি না কেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) রুকু থেকে দাঁড়িয়ে এ দোয়া পড়তেন-
اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، مِلْءُ السَّمَاوَاتِ والْأَرْضِ، وَمَا بَيْنَهُمَا، وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
অন্য বর্ণনায় এ দোয়াটি পড়ার কথাও এসেছে-
اللهُمَّ لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاءِ، وَمِلْءُ الْأَرْضِ، وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ اللهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ، وَالْمَاءِ الْبَارِدِ اللهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا، كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الْوَسَخِ
[সহিহ মুসলিম, হাদিস: ৪৭৬]
এছাড়াও আরও বেশ কিছু দোয়া রয়েছে। তবে ফুকাহায়ে কেরামের অভিমত হল, এ দোয়াগুলো ফরজ নামাজে না পড়ে নফল নামাজে পড়বে। রাসূল (সা.) তাই করতেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم