প্রশ্ন
কোনো শ্বাসকষ্টের রোগী যদি ইনহেলার ছাড়া থাকতে না পারে তাহেলে সে কীভাবে রোযা রাখবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইনহেলার নিলে রোযা ভেঙ্গে যায়।
চিকিৎসকগণ বলেন,সাহরির সময় একবার ইনহেলার নিলে ইফতার পর্যন্ত সাধারণত আর ইনহেলারের প্রয়োজন পড়ে না।
তবে এরপরও যদি কারও প্রয়োজন পড়ে তাহলে সে রোযা ভেঙ্গে ইনহেলার নিতে পারবে।
অবশ্য পরবর্তীতে রোযাটি কাযা করে নিতে হবে। কাফফারা করা লাগবে না।
যদি এমন কোনো ব্যবস্থা থাকে যে, ইনহেলারের পরিবর্তে ইঞ্জেকশান নিলে ইনহেলারের প্রয়োজন পুরা হয়ে যায় তাহলে ইঞ্জেকশান নিতে পারবে।
কারণ রোযা অবস্থায় ইঞ্জেকশান নিলে রোযা ভঙ্গ হয় না।
রদ্দুল মুহতার ২/৩৯৫; ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান, পৃ. ৩২৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم