প্রশ্ন
কোন আসমান কী দিয়ে তৈরি করা হয়েছে, এ ব্যাপারে কিছু জানা যায় কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন আসমান কোন বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে, সে সম্পর্কে একজন তাবেয়ি থেকে একটি রেওয়ায়েত বর্ণিত রয়েছে। রবী ইবনে আনাস (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন,
السَّمَاءُ الدُّنْيَا لَوْحٌ مَكْفُوفٌ، وَالثَّانِيَةُ صَخْرَةٌ، وَالثَّالِثَةُ حَدِيدٌ، وَالرَّابِعَةُ نُحَاسٌ، وَالْخَامِسَةُ فِضَّةٌ، وَالسَّادِسَةُ ذَهَبٌ، وَالسَّابِعَةُ يَاقُوتٌ
‘প্রথম আসমান ফাটলহীন জমাট বস্তু, দ্বিতীয় আসমান পাথর, তৃতীয় আসমান লোহা, চতুর্থ আসমান তামা, পঞ্চম আসমান রূপা, ষষ্ঠ আসমান স্বর্ণ এবং সপ্তম আসমান ইয়াকুত পাথর।’ [মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ১৩৩৬৫]
তবে এই রেওয়ায়েতটি সহিহ সূত্রে বর্ণিত নয়। আল্লামা আবু হাইয়্যান (রহ.) তার তাফসীর গ্রন্থে লিখেন,
ما ذكر من مواد هذه السموات … يحتاج إلى نقل صحيح
‘আসমানের মূল উপাদান সম্পর্কে যা বলা হয়েছে, তা প্রমাণিত হওয়ার জন্য সহিহ বর্ণনা বিদ্যমান থাকা জরুরি।’ [আল বাহরুল মুহিত ১০/২২১]
আল্লামা আলুসী (রহ.) তার তাফসীর গ্রন্থে উক্ত রেওয়ায়েতটি উল্লেখ করার পর লিখেন,
ليس بمعتبر أصلا ولم يرد بما تضمنه من التفصيل خبر صحيح
‘এই রেওয়ায়েতটি একেবারেই গ্রহণযোগ্য নয়। কোনো সহিহ সূত্রে এ জাতীয় কোনো বিষয় বর্ণিত হয়নি।’ [তাফসীরে রুহুল মাআনী, ১৪/৩৩৮]
যেহেতু সহিহ কোনো হাদিসে এই বিষয়টি বর্ণিত হয়নি তাই এ জাতীয় বিবরণের কোনো ভিত্তি নেই।
আল ইসরাঈলিয়্যাত ওয়াল মাওযুআত পৃ. ২৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم