প্রশ্ন
মসজিদে ঈদের নামাজ পড়ার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন প্রকার ওজর ছাড়া ঈদের নামাজ মসজিদে পড়া মাকরুহ। কারণ ঈদেন নামাজ ঈদগাহে পড়া সুন্নত। হাদিস শরিফে এসেছে, আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, নবি কারিম (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামায পড়ার জন্য ঈদগাহে গমন করতেন। [সহিহ বুখারি, হাদিস: ৯৫৬]
রদ্দুল মুহতার ২/১৬৯; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم