প্রশ্ন
যে ব্যক্তি রমজানের দশদিন ইতিকাফ করল সে যেন দুই হজ্ব ও দুই উমরাহ করল। এ হাদিসটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত হাদিসটি সহিহ নয়। এটি একটি অগ্রহণযোগ্য বর্ণনা। মুনাবি (রহ.) বলেন, উক্ত বর্ণনায় মুহাম্মাদ ইবনে যাযান নামে একজন বর্ণনাকারী আছেন। তিনি মাতরুক বা পরিত্যাজ্য।
আলমুজামুল কাবির, হাদিস: ২৮৮৮, শুআবুল ঈমান, ৩৯৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم