প্রশ্ন
রোজা অবস্থায় একদিন বিশেষ কারণে আমি ইচ্ছাকৃত বমি করি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙ্গে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنِ اسْتَقَاءَ عَامِدًا فَعَلَيْهِ الْقَضَاءُ , وَمَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ
‘যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করবে তার কাযা করতে হবে। আর কারো যদি অনিচ্ছায় বমি চলে আসে তাহলে তার কাযা করতে হবে না।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ২২৭৩]
কাজেই আপনার সেদিনের রোজা ভেঙ্গে গিয়েছে। তবে উক্ত রোজার শুধু কাযা করে নিলেই চলবে।
হেদায়া ১/১২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم