প্রশ্ন
আমি শুনেছি, সূরা বাকারার শেষ দুই আয়াতের অনেক ফজিলত আছে। সহিহ হাদিসের আলোকে সে সকল ফজিলতের কথা জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে সূরা বাকারার শেষ আয়াতের অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। নিম্নে কিছু উল্লেখ করা হল:
১. হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘সূরা বাকারার শেষ দুই আয়াত আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ১৬৯৭]
২. অন্য হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘আল্লাহ তাআলা আসমান-যমীন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি দুটি আয়াত নাযিল করছেন। সেই দু’টি আয়াতের মাধ্যমেই সূরা বাকারা সমাপ্ত করেছেন। যে ঘরে তিন রাত এ দু’টি আয়াত তিলাওয়াত করা হয় শয়তান সেই ঘরের নিকট আসতে পারে না।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৮৮২]
৩. আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘কেউ যদি রাতে সূরা বাকারার শেষ দু’টি আয়াত পাঠ করে, সেটাই তার জন্য যথেষ্ট।’ [সহিহ বুখারি, হাদিস: ৫০০৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم