প্রশ্ন
নামাজে যে আমরা আস্তে কেরাত পড়ি। সর্বনিম্ন কতটুকু আওয়াজে পড়লে কেরাত পড়েছি বলে ধর্তব্য হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কতটুকু নিম্ন আওয়াজে পড়লে কেরাত পড়া হয়েছে বলে ধর্তব্য হবে, তা নিয়ে ফুকাহায়ে কেরামের নিকট মতভেদ রয়েছে।
তবে অগ্রগণ্য অভিমত হল, অন্তত মুখ-জিহ্বা নাড়ানোর মাধ্যমে হরফগুলোর উচ্চারণ শুদ্ধভাবে আদায় হয়, এতটুকু আওয়াজে পড়তে হবে। হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
لَمْ يُخَافِتْ مَنْ أَسْمَعَ أُذُنَيْهِ.
যে নিজ কানকে শুনাল সে তো আস্তে পড়ল না। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৮১৭৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم