প্রশ্ন
গতকাল আমার এক বন্ধু বলল, ওজুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে ওজু ভঙ্গ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। এটা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি বর্ণনায় বিষয়টি থাকলেও তা গ্রহণযোগ্য নয়। বর্ণনাটি আলমুজামুস সাগীর (১/৭৩) গ্রন্থে রয়েছে। তবে এর সনদ নির্ভরযোগ্য নয়। তাই মুহাদ্দিসগণ এই হাদিসকে মুনকার বা অগ্রহণযোগ্য বলেছেন।
মীযানুল ইতিদাল ১/৯১; নাতাইজুল আফকার, হাদীস : ১৬৩; নায়লুল আওতার ১/১৩৪; আলমাসনূ’ পৃষ্ঠা : ২০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم