প্রশ্ন
আমাদের অফিসে গতকাল নির্ধারিত ইমাম না আসায় এক সিনিয়র কর্মকর্তা নামাজের ইমামতি করেন। কিন্তু তিনি চেয়ারে বসে ইশারায় নামাজ আদায় করেন। আমার সন্দেহ হয়, ঐ কর্মকর্তার পিছনে কি আমাদের নামাজ শুদ্ধ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ সিনিয়র কর্মকর্তার ইমামতিতে আপনাদের নামাজ শুদ্ধ হয়নি।
কেননা চেয়ারে বসে নামাজ আদায়কারীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর মুকতাদি হওয়া সহিহ নয়।
তাই ঐ কর্মকর্তার নামাজ সহিহ হলেও অন্যদের নামাজ সহিহ হয়নি।
তাদের পুনরায় ঐ নামাজটি পড়ে নিতে হবে।
আলমুহীতুল বুরহানী ২/১৮০; আলবাহরুর রায়েক ১/৬৩৮; আদদুররুল মুখতার ১/৫৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم