প্রশ্ন
একজন মুসলিম হিসেবে ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে জানতে কোন বইগুলো পড়া অতিব জুরুরি? একটা বুকলিস্ট দিলে উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি ইসলামের মৌলিক বিষয়াদি জানার জন্য কিছু কিতাবের নাম চেয়েছেন। এ ধরনের কিতাব একেবারেই কম নয়। এগুলো নির্বাচন করতে গিয়ে মানুষের রুচির মাঝে কিছু পার্থক্য থাকতেই পারে। আমরা আপনার জন্য একেবারে প্রাথমিক কিছু বই নির্বাচন করেছি। এ বইগুলো পড়লে আশা করি আপনি ইসলামের মৌলিক বিষয়াদি জানতে পারবেন।
আলকোরআন (সাথে তাফসীরে তাওযীহুল কুরআন -মুফতি তাকি উসমানী)
আকীদাতুত তহাবী – ইমাম তহাবী
রিয়াযুস সালেহীন -ইমাম নববী
ইসলামকে জানতে হলে –মাওলানা আবু তাহের মেসবাহ
মানবজীবনে হারামের অনুপ্রবেশ -শায়খ সালেহ আল মুনাজ্জিদ
তালিমুল ইসলাম -মুফতি কেফায়াতুল্লাহ
ঈমানের হাকীকত -সাইয়েদ আবুল আ‘লা মওদুদী
ঈমান সবার আগে –মাওলানা আবদুল মালেক
হাদিসের নামে জালিয়াতি -খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর
তাসাউফ: তত্ত্ব ও বিশ্লেষণ –মাওলানা আবদুল মালেক
উম্মাহর ঐক্য: পথ ও পন্থা -মাওলানা আবদুল মালেক
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم