প্রশ্ন
আমি এক মাদ্রাসার তালিবুল ইলম। অনেক সময় কামরা ঝাড়ু দিতে গিয়ে কলম, পেন্সিল, রাবার ইত্যাদি জিনিস পাই। আমি যাকাত গ্রহণের উপযুক্ত। জানতে চাই, মালিক পাওয়া না গেলে কি জিনিসগুলো আমি ব্যবহার করতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো বস্তু কুড়িয়ে পেলে ততক্ষণ পর্যন্ত তার মালিককে খুঁজতে হবে যতক্ষণ পর্যন্ত প্রবল ধারণা না জন্মে যে, মালিক আর তা খুঁজবে না। এ সময়ের মধ্যে মালিক পাওয়া গেলে তা তাকে দিয়ে দিবে। আর যদি মালিক পাওয়া না যায় তাহলে কোনো দরিদ্র ব্যক্তিকে মূল মালিকের পক্ষ থেকে সদকা করে দিবে। নিজে যদি দরিদ্র হয় তাহলে নিজেও ব্যবহার করতে পারবে।
নিজে ব্যবহার করুক বা অন্যকে সদকা করুক উভয় ক্ষেত্রেই যদি পরবর্তীতে মালিকের সন্ধান পাওয়া যায় তাহলে মালিকের জন্য উত্তম হলো, সেই সদকাটাকে অনুমোদন করে দেয়া। এতে সে ঐ সদকার সওয়াব পাবে। অবশ্য সে যদি তার জিনিস ফেরত নিতেই চায় তাহলে তাকে ফেরত দিতে হবে। এক্ষেত্রে বস্তুটি ধ্বংস হয়ে গেলে এর মূল্য আদায় করবে।
রদ্দুল মুহতার ৪/২৬৮, তাকমিলাতু ফাতহুল মুলহিম ২/৬০৯, ফাতহুল কাদীর ৬/১২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم