প্রশ্ন
আমি ফরজ গোসল করার সময় শরীরের একটি অঙ্গে পানি পৌঁছেনি। এখন কি আমাকে নতুন করে গোসল করতে হবে? না কী করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফরজ গোসলের সময় শরীরের বাহ্যিক অংশের কোন অংশ শুকনো থাকলে গোসল পরিপূর্ণ হয় না। হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, এক ব্যক্তি নবি কারিম (সা.)-এর নিকট এসে জিজ্ঞাসা করল যে, এক ব্যক্তি ফরজ গোসল করেছে, কিন্তু তার কোনো একটি অঙ্গে পানি পৌঁছেনি। (এখন তার করণীয় কী?) রাসূল (সা.) বললেন, সে ঐ অঙ্গটি ধুয়ে নিয়ে নামাজ পড়বে। [আলমুজামুল কাবীর, তবারানী ১০/২৩১]
তাই এখন আপনার কর্তব্য হল, ঐ অংশ ধুয়ে ফেলা। তবে এর জন্য আপনাকে নতুন করে গোসল করতে হবে না।
মাজমাউয যাওয়াইদ ১/৬০৯; শরহুল মুনইয়া ৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم