প্রশ্ন
এক মহিলার স্বাভাবিক মাসিক হয় সাত দিনে। কিন্তু এ মাসে পাঁচ দিন হয়ে বন্ধ হয়ে গিয়েছে। পরে আবার সপ্তম দিনের দিন হয়েছে। এ ক্ষেত্রে মাঝের দিন যে তার মাসিক বন্ধ ছিল, এ দিনে তার করণীয় কী ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে তার কর্তব্য ছিল, যে ওয়াক্তে মাসিক বন্ধ ছিল সে ওয়াক্তে গোসল করে নামাজ পড়ে নেওয়া।
তবে যেহেতু পরবর্তীতে আবার রক্ত বের হয়েছে তাই ঐ দিন হায়েয হিসেবেই গণ্য হয়েছে। সুতরাং যদি সে নামাজ না পড়ে থাকে তাহলে তার ঐ দিনের নামাজ কাযা করতে হবে না।
আলমুহীতুল বুরহানী ১/৪০৪; বাদায়েউস সানায়ে ১/১৫৯; আলবাহরুর রায়েক ১/২০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم