প্রশ্ন
মাছ কাটার পর যে রক্ত বের হয় তা কি নাপাক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাছের রক্ত নাপাক নয়। হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন-
إِنَّمَا حُرِّمَ الدَّمُ الْمَسْفُوحُ.
‘কেবল প্রবাহিত রক্তকে হারাম করা হয়েছে।’ [সুনানে কুবরা, বাইহাকী, হাদিস: ২০১৯১]
আর মাছের রক্ত প্রবাহিত রক্ত নয়।
আলবাহরুর রায়েক ১/২৩৫; রদ্দুল মুহতার ১/৩১৯; বাদায়েউস সানায়ে ১/১৯৫-১৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم