প্রশ্ন
একবার এমন হয়েছে যে, মাগরিব পড়তে গিয়ে নিয়ত করার সময় ইশার কথা মুখ দিয়ে চলে আসল। এমতাবস্থায় কি আমার মাগরিবের নামাজ আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি অন্তরে মাগরিবের কথাই থাকে তাহলে মুখ দিয়ে ইশার কথা বের হলেও কোন সমস্যা হবে না। কারণ এ ক্ষেত্রে অন্তরের নিয়তই ধর্তব্য হবে।
তবে যদি অন্তরে কোন নিয়ত না থাকে তাহলে মুখের কথা ধর্তব্য হবে এবং ঐ নামাজটি সহিহ না হওয়ায় আবার পড়ে নিতে হবে।
রদ্দুল মুহতার ১/৪১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم