প্রশ্ন
কুরআন মাজিদে দেখা যায়, কোন কোন জায়গায় আল্লাহ তাআলা তার মাখলুকের নামে কসম করে। এটি কেন করা হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলা কেন মাখলুকের নামে কসম করেছেন সেটার মূল ভেদ ও রহস্য আল্লাহ তাআলাই ভাল জানেন।
তবে মুফাসসিরগণ এর বিভিন্ন রকম ব্যাখ্যা করে থাকেন। যেমন একটি ব্যাখ্যা হল, যে বস্তুর কসম করা হয়েছে সে বস্তুটির গুরুত্ব ও মাহাত্ম্য বুঝানো।
রূহুল মাআনী ৩০/২২৮; ফাতহুল বারী ১১/৫৪৪; উমদাতুল কারী ২৩/১৭৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم