প্রশ্ন
অনেকে যে বলেন, ফজর ও জোহরের সুন্নত কাযা করতে। আমার প্রশ্ন হল, রাসূল (সা.) কি কখনো সুন্নতের কাযা করেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, রাসূল (সা.) থেকেও সুন্নতের কাযা করার বিষয়টি প্রমাণিত রয়েছে। হাদিস শরিফে এসেছে-
আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জোহরের পূর্বের চার রাকাত কখনো ছুটে গেলে তিনি তা জোহরের পরে দু রাকাত সুন্নতের পর আদায় করতেন। [সুনানে ইবনে মাজাহ ১/৪৩৯]
ফাতহুল কাদীর ১/৪১৫; আলবহারুর রায়েক ২/৭৫;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم