প্রশ্ন
আমার বিয়ে হয়েছে এক বছর হল। আমার মোহর ছিল ১০ লক্ষ টাকা। সেখান থেকে পরিশোধ করা হয়েছে ৫ লক্ষ টাকা। এখন প্রশ্ন হল, বাকি ৫ লক্ষ টাকার যাকাত কি আমাকে দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, বাকি ৫ লক্ষ টাকা উশুল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ঐ টাকার যাকাত আদায় করতে হবে না। ঐ টাকা হাতে আসার পরই তা যাকাতযোগ্য সম্পদ বলে বিবেচিত হবে; এর আগে নয়।
ফাতহুল কাদীর ২/১২৩; বাদায়েউস সানায়ে ২/৯০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم