প্রশ্ন
আমরা জানি, আরবি মাসগুলোর মাঝে কিছু মাস আছে সম্মানিত মাস। আমার প্রশ্ন হল, এ মাসগুলোর মাঝে কোনটি শ্রেষ্ঠ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
আরবি মাসগুলোর মাঝে সম্মানিত মাসগুলো হল, যিলকদ, যিলহজ্ব, মুহাররম এবং রজব মাস। আবার এ মাসগুলোর মাঝে শ্রেষ্ঠ মাস হল, যিলহজ্ব মাস। কারণ, এ মাসেই আদায় করা হয় ইসলামের অন্যতম প্রধান রোকন ও নিদর্শন হজ্ব এবং অপর নিদর্শন ও মহান আমল কুরবানি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
أَلَا وَإِنّ أَحْرَمَ الشُّهُورِ شَهْرُكُمْ هَذَا.
জেনে রাখো! সবচেয়ে সম্মানিত মাস হল, তোমাদের এ মাস (যিলহজ্ব)। [সুনানে ইবনে মাজাহ, হাদিস ৩৯৩১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم