প্রশ্ন
এক ব্যক্তি বললেন, সন্তান যতদিন বাবা-মায়ের সাথে যৌথ পরিবারে থাকবে ততদিন পর্যন্ত পিতা সন্তানের উপার্জনের মালিক হবে। এই কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
সন্তান যৌথ পরিবারে থাকুক কিংবা পৃথক থাকুক সন্তানের উপার্জনের মালিক সে নিজেই। তবে সন্তানের দায়িত্ব হল, পরিবারের জন্য খরচ করা এবং পিতা-মায়ের প্রয়োজনীয় বৈধ ইচ্ছা-আকাঙ্কা পূরণের চেষ্টা করা।
আলমাবসূত, সারাখসী ৩০/১৩৯; শরহুল মাজাল্লা ৪/৩২০;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم