প্রশ্ন
জনৈক ব্যক্তি বললেন, আমরা যে দোআ শেষে চেহারায় হাত মুছি, এটা নাকি বেদআত। তার কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
দোআ শেষে চেহারায় হাত মোছা বিদআত নয়। এটি জায়েয ও সুন্নতসম্মত। হাদিস শরিফে এসেছে-
عن عمر بن الخطاب، رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه
উমার ইবনুল খাত্তাব (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) দোআ করার সময় যখন তার উভয় হাত উঠাতেন, তিনি তা দিয়ে তার মুখমণ্ডল না মোছা পর্যন্ত নামাতেন না। [সুনানে তিরমিযি হাদিস: ৩৩৮৬]
সুতরাং এটি বিদআত হওয়ার প্রশ্নই আসে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم