প্রশ্ন
কেউ যদি মিথ্যা কসম করে তাহলে কি তাকে কাফফারা দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ভবিষ্যতের ব্যাপারে কোন কসম করে ভঙ্গ করলে তাতে কাফফারা ওয়াজিব হয়। মিথ্যা কসমের কারণে কাফফারা ওয়াজিব হয় না। তবে এতে মিথ্যা কসম করার গুনাহ হয়। হাদিস শরিফে এসেছে-
‘রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কবীরা গুনাহ হল, আল্লাহর সাথে শিরক করা, মাতাপিতার অবাধ্যতা করা, মানুষ হত্যা করা ও মিথ্যা কসম করা।’ [সহিহ বুখারি ২/৯৮৭]
তাই মিথ্যা কসম করে থাকলে তা থেকে তাওবা ও ইস্তেগফার করতে হবে।
বাদায়েউস সানায়ে ৩/২৭; ফাতহুল কাদীর ৪/৩৪৮; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم