প্রশ্ন
হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা যাবে কি? কেউ কেউ বলেন, বলেন: এটা ভুয়া। এটা গ্রহণ করা যাবে না।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
কোন চিকিৎসা পদ্ধতিকে বাতিল বা সহিহ বলা আমাদের কাজ নয়। যে চিকিৎসার মাধ্যমে উপকৃত হওয়ার দৃষ্টান্ত পাওয়া যাবে এবং তা বৈধ পদ্ধতি হবে সেটাই জায়েয হবে। হোমিওপ্যাথির মাধ্যমে উপকৃত হওয়ার দৃষ্টান্ত পাওয়া যায়, সে হিসেবে আমরা বলতে পারি এটা গ্রহণ করতে কোন সমস্যা নেই। যদিও এর উপকার-ক্ষতি সম্পর্কে চূড়ান্ত কোন সিদ্ধান্ত দেওয়ার ইখতিয়ার আমরা রাখি না। এ ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের থেকে বিষয়টি জেনে নিতে পারেন। হাদিস শরিফে এসেছে-
সা‘দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বলেন, আমি একদা অসুস্থ হই, তখন নবীজী আমাকে দেখতে আসেন এবং তাঁর হাত আমার বক্ষে রাখেন। আমি তাঁর হাতের শীতলতা আমার কলিজা পর্যন্ত অনুভব করি। তখন নবীজী আমাকে বললেন, তুমি হৃদরোগী, তুমি হারেস ইবনে কালদার কাছে যাও, সে চিকিৎসক। সে যেন সাতটি আজওয়া খেজুর নেয় এবং তা বিচিসহ চূর্ণ করে, অতপর যেন তোমাকে পান করায়। [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৭১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم