প্রশ্ন
আমি ব্যবসা করি। এক বয়ানে শুনেছি, ব্যবসায়ীরা কেয়ামতের দিন নবিদের সাথে থাকবে। আসলেই কি তাই?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ব্যবসা হালাল আয়ের একটি মাধ্যম। কেউ যদি সৎভাবে ব্যবসা করে তাহলে কেয়ামতের দিন সে নবি-সিদ্দীকদের সাথে থাকবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ.
‘সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ হাশরের দিন নবী, শহীদ ও সত্যবাদীদের সঙ্গে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১২৫২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم