প্রশ্ন
আমার ত্রিশ শতক জমি আছে। এটাতে আপাতত কোন কাজ করছি না। আমি যদি এই জমি বিক্রি করে তাহলে আমার হজ্বে যাওয়ার টাকা হয়ে যায়। এমতাবস্থায় আমার কি হজ্বে যাওয়া ফরজ?
উত্তর
বর্তমানে প্রয়োজনের অতিরিক্ত জমি বিক্রি করলে যদি হজ্বে যাওয়া-আসা পরিমাণ অর্থের ব্যবস্থা হয়ে যায় তাহলে আপনার উপর হজ্ব ফরজ হবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
‘সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরয।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
আলবাহরুল আমীক ১/৩৮৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৮১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم