প্রশ্ন
আমি জেদ্দায় থাকি। সেখানে আমার দোকান আছে। আমি হারামে প্রবেশ করতে চাইলে কি আমার ইহরাম করা জরুরি?
উত্তর
জিদ্দা মীকাতের ভেতরের এলাকা। আর মীকাতের ভেতরের এলাকায় অবস্থানকারীর জন্য হজ্ব-উমরার নিয়ত না করলে ইহরাম ছাড়া হারামে প্রবেশের অনুমতি রয়েছে। তাই আপনার জন্য হজ্ব-উমরার নিয়ত ছাড়া হারামে প্রবেশ করতে চাইলে ইহরাম করা জরুরি নয়।
কিতাবুল আছল ২/৫১৮; রদ্দুল মুহতার ২/৪৭৮;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم