প্রশ্ন
আমাদের গ্রামে কিছু দরিদ্র মানুষ আছে। এখন আমরা যদি আমাদের সাদকায়ে ফিতর ঈদের দুই একদিন আগে দিয়ে দিই তাহলে তারা ঈদের বাজার সদাই করতে পারত। আমরা যদি আগে আগে তাদেরকে সাদকায়ে ফিতর দিই তাহলে কি তা জায়েয হবে?
উত্তর
ঈদের দিন আসার আগে সাদকায়ে ফিতর আদায় করলে তা জায়েয হবে। হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে উমর (রা.) সদাকাতুল ফিতর ঈদের এক দিন বা দুদিন আগেই দিয়ে দিতেন।
সহিহ বুখারি ১/২০৫; কিতাবুল আছল ২/২৫৮; বাদায়েউস সানায়ে ২/২০৭; তাবয়ীনুল হাকায়েক ২/১৪২; আদ্দুররুল মুখতার ২/৩৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم