প্রশ্ন
গোসল ফরজ অবস্থায় গোসল করার সময় পায়ের নখের ভেতরে কি পানি পৌঁছাতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
শরীরের যে সকল স্থানে পানি পৌঁছানো বাহ্যিকভাবে কষ্টকর সেখানে কষ্ট করে পানি পৌঁছাতে হবে না। তাই কষ্ট করে নখের ভেতরে পানি পৌঁছানোও লাগবে না।
অবশ্য হাত-পায়ের নখও এত বেশি বড় রাখা যাবে না যে,পানি পৌঁছানো কষ্টকর হয়।
বাদায়েউস সানায়ে ১/৯০; শরহুল মুনইয়া ১১৬-১১৭; আলবাহরুর রায়েক ১/১৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم