প্রশ্ন
যয়ীফ হাদিসের উপর কি আমল করা যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
যয়ীফ হাদিস যদি বেশি যয়ীফ না হয় তাহলে কিছু শর্তসাপেক্ষে তার উপর আমল করা যায়। শর্তগুলো হল-
ক. সনদের দুর্বলতা বেশি না হওয়া।
খ. ঐ আমল শরীয়াহর কোনো না কোনো মূলনীতির অন্তর্ভুক্ত থাকতে হবে।
গ. রাসূলুল্লাহ (সা.) থেকে এটি সুপ্রমাণিত, এমন আকীদা পোষণ না করতে হবে। [আলকওলুল বাদী, পৃ. ১৯৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم