প্রশ্ন
যিলহজ্ব মাসের ৮ তারিখ মিনায় অবস্থান করার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
যিলহজ্ব মাসের ৮ তারিখ মিনায় অবস্থান করা সুন্নাত। তাই এ সময় হাজীগণ মিনায় অবস্থায় করে থাকেন। এর অন্যথা করা উচিত নয়।
নাফে (রহ.) বলেন-
وَكَانَ يُحِبُّ أَنْ لاَ يُصَلِّيَ الظُّهْرَ إِلاَّ بِمِنًى
ইবনে উমর (রা.) জোহরের নামাজ মিনায় পড়তে পছন্দ করতেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৭৫২]
ফাতাওয়া কাযীখান ১/২৯৩; আততাজরীদ ৪/১৯৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم