প্রশ্ন
অনেক মসজিদে দেখা যায়, খতম তারাবিতে একবার বিসমিল্লাহ জোরে পড়ে। অনেক মসজিদে পড়ে না। এ ক্ষেত্রে সঠিক নিয়ম কোনটি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
বিসমিল্লাহ কুরআন মাজিদের একটি আয়াত। তাই মুসল্লিদেরকে পূর্ণ কুরআনের খতম শুনাতে হলে বিসমিল্লাহির রহমানির রহীম একবার জোরে পড়তে হবে। অন্যথায় কুরআন পরিপূর্ণ খতম হবে না। এ জন্য খতম তারাবিতে একবার বিসমিল্লাহ জোরে পড়তে হবে।
ইহকামুল কানত্বরা ফী আহকামিল বাসমালাহ ১/৭১; ইমদাদুল ফাতাওয়া ১/৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم