প্রশ্ন
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটি ছেলে দিয়েছেন। আগামী শুক্রবার তার আকীকা অনুষ্ঠিত হবে। আমার প্রশ্ন হল, আকীকার গোশত কারা কারা খেতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
আকীকার গোশত সবাই খেতে পারবে। পিতামাতাও খেতে পারবে। সদকাও করতে পারবে। হাদিস শরিফ এসেছে, আয়েশা (রা.) বলেন-
فيأكل ويطعم ويتصدق
‘(আকীকার গোশত) নিজে খাবে, অন্যদের খাওয়াবে এবং সদকা করবে।’ [মুসতাদরাকে হাকেম ৫/৩৩৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم