প্রশ্ন
আমার একটি মেয়ে জন্মগ্রহণ করেছে। আমার এক বন্ধু বলল, তার আকীকা করতে। আমি জানতে চাচ্ছি, আকীকা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
আকীকা হল সন্তান লাভের শুকরিয়া স্বরূপ পশু যবাই করা। এ উদ্দেশ্যে যে পশু জবাই করা হয় তাকেই আকীকা বলে। আকীকা করা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
مَعَ الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى
‘সন্তানের জন্য আকীকা করতে হয়। সুতরাং তোমরা তার পক্ষ থেকে যবাই কর এবং তার ‘জঞ্জাল’ দূর কর (অর্থাৎ চুল চেছে ফেল)।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৪৭২]
মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩২৯, ৩৩০, ৩৩১; তুহফাতুল মাওদূদ বি আহকামিল মাওলূদ ৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم