প্রশ্ন
আমি একজন নওমুসলিম। আমার বাবা মা এখনো ইসলাম গ্রহণ করেননি। তাদের সাথে আমি কী ধরনের আচরণ করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
পিতামাতা অমুসলিম হলেও ইসলাম তাদের সাথে সদাচার করতে আদেশ করেছে। তবে তাদের আদেশ মেনে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَإِنْ جَاهَدَاكَ عَلى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ.
‘তারা যদি এমন কাউকে (প্রভুত্বে) আমার সমকক্ষ সাব্যস্ত করার জন্য তোমাকে চাপ দেয়, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের কথা মানবে না। তবে দুনিয়ায় তাদের সাথে সদাচরণ কর। এমন ব্যক্তির পথ অবলম্বন কর, যে একান্তভাবে আমার অভিমুখী হয়েছে। অতপর তোমাদের সকলকে আমারই কাছে ফিরে আসতে হবে। তখন আমি তোমাদেরকে অবহিত করব তোমরা যা-কিছু করতে।’ [সূরা লুকমান, আয়াত: ১৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم