প্রশ্ন
আমার পরিচিত এক মহিলা গান–বাদ্য করে। আমি কি তার সাথে ঘুরতে যেতে পারব? এতে কি আমার গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাহরাম ছাড়া নারীদের বের হওয়া উচিত নয়। সফর সমপরিমাণ দূরত্ব হলে তো জায়েযই নেই। হাদিস শরিফে এসেছে-
أنّ النبي صلى الله عليه وسلم قال: لا تسافر المرأة ثلاثة أيام إلا مع ذي محرم.
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মাহরাম ব্যতীত মহিলারা যেন তিনদিনের দূরত্বের সফর না করেন৷ [সহিহ বুখারি, হাদিস: ১০৩৬]
তবে প্রয়োজনে নিকটস্থ স্থানে প্রশ্নোক্ত মহিলার সাথে যাওয়া যাবে। এতে আপনার গুনাহ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم